বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার পবিত্র আশুরা। আরবি বছর তথা হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ। বিশ্বের মুসলমানদের জন্য হƒদয়বিদারক ও গভীর শোকাবহ একটি দিন আজ। আরবি শব্দ ‘আশারা’ মানে ১০, আর সে কারণে দিনটিকে ‘আশুরা’ বলে অভিহিত করা হয়। হিজরি ৬১ সনে মহররমের আজকের দিনে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সপরিবারে সঙ্গী-সাথীসহ নির্মমভাবে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)।

অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সপরিবারে ইমাম হোসাইনের (রা.) শহীদ হওয়ার এই ঘটনা ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করে রেখেছে। তাই গোটা মুসলিম বিশ^ আজকের দিনটিকে গভীর শোকের দিন হিসেবে পালন করে আসছে। মহররমের ৯ তারিখের দিবাগত রাত থেকে মূলত আশুরা উদযাপন শুরু হয়। ইমাম হোসাইনের (রা.) শাহাদতবরণের ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে আরও অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা মহররমের ১০ তারিখে ঘটেছিল। মানব জাতির আদিপিতা হজরত আদম (আ.)-কে এ দিনেই সৃষ্টি করা হয়েছিল। আল্লাহর প্রতিনিধি হিসেবে তাকে এ দিনেই দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল। এ দিনেই হজরত নুহ (আ.)-এর নৌকা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে পাহাড়ে এসে থামে। এ দিনেই মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম (আ.) ভূমিষ্ঠ হন এবং তাকে যখন নমরুদের আগুনের কু-লিতে নিক্ষেপ করা হয়েছিল, এ দিনেই তিনি সেখান থেকে অক্ষত অবস্থায় বের হয়ে আসেন।

হজরত আইউব (আ.) এ দিনেই কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করেছিলেন। এ দিনেই হজরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তিলাভ করেন। হজরত মুসা (আ.) লাঠি দিয়ে রাস্তা বানিয়ে নীল নদ পার হন আশুরার এ দিনেই। সারা বিশ্বের মতো বাংলাদেশের মুসলমানরা আশুরার এ দিনটিকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালন করে থাকেন। নফল রোজা রাখাসহ কোরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা দিবসটি পালন করেন। এ উপলক্ষে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘আশুরার তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বায়তুল মোকাররম মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোঃ সালাহউদ্দিনসহ বিশিষ্ট আলেমরা বক্তব্য দেন।

এছাড়া আজ রাজধানীসহ দেশের বড় মসজিদগুলোতে মহররম উপলক্ষে আলোচনা সভা, জিকির ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ইমাম হোসাইন (রা.)-এর শাহাদতকে স্মরণীয় করে রাখতে শিয়া সম্প্রদায় প্রতি বছরের মতো বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করবে। এছাড়া বিভিন্ন ধর্মীয় সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে এ দিনটি উদযাপন করবে। পবিত্র আশুরা উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি। এ উপলক্ষে রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন এবং দৈনিক পত্রিকাগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। এ উপলক্ষে দৈনিক পত্রিকা অফিসগুলো শুক্রবার বন্ধ থাকবে। তাই শনিবার কোনো পত্রিকা প্রকাশিত হবে না।