শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পদ্মাসেতুর চূড়ান্ত ব্যয় বেড়ে ২৮৭৯৩ হাজার কোটি টাকা!

পদ্মাসেতুর চূড়ান্ত ব্যয় বেড়ে ২৮৭৯৩ হাজার কোটি টাকা!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: চলমান স্বপ্নের পদ্মাসেতু প্রকল্পে নানাঅবকাঠামোবৃদ্ধি, নকশাপরিবর্তন, ভূমিরপরিমাণবৃদ্ধি, পরামর্শকেরসংখ্যাবৃদ্ধিইত্যাদিকারণ দেখিয়ে ব্যয় আরও ৮ হাজার ২৮৬ কোটি টাকা বাড়ানো হয়েছে। ফলে সব মিলিয়ে পদ্মাসেতু প্রকল্পের চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
এর আগে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিলো ২০ হাজার ৫০৭কোটি২০লাখ টাকা। সেতুর আওতায় নানা অঙ্গ যোগ হওয়া ও নির্মাণাধীন সরঞ্জামের দাম বৃদ্ধির কারণেই মূলত দ্বিতীয় সংশোধনে প্রকল্প ব্যয় বেড়ে ২৮হাজার ৭৯৩ কোটি ৩৯লাখ টাকা হয়েছে।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সংশোধিত আকারে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। একনেকচেয়ারপারসন ওপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন।
ইতো মধ্যেই পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর ভৌত অবকাঠামো নির্মাণের অগ্রগতি হয়েছে ১৬শতাংশ। মূল সেতুর ১০টি টেস্ট পাইলের মধ্যে তিনটি টেস্ট পাইলড্রাইভ, ভায়াডাক্টের ১৬টি টেস্ট পাইলের মধ্যে সাতটি টেস্ট পাইলড্রাইভ এবং ৬৪টি অ্যাংকরপাইলের মধ্যে ২৮টি অ্যাংকর পাইলড্রাইভ নির্মাণ সম্পন হয়েছে বলে জানিয়েছেন মোস্তফা কামাল।