বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > পদোন্নতিসহ তিন দফা দাবি প্রাথমিক শিক্ষক সমিতির

পদোন্নতিসহ তিন দফা দাবি প্রাথমিক শিক্ষক সমিতির

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকের শূণ্য পদে পদোন্নতিসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

তাদের দাবিগুলো হলো- পদোন্নতিযোগ্য শূণ্য পদে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি, সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি ও রেজিস্টার্ড বিহীন প্রাথমিক বিদ্যালয় সমিতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব সালেহা আক্তার বলেন, ‘মামলার কারণে প্রায় আট হাজার প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে। প্রধান শিক্ষকহীন এসব বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। মামলা প্রত্যাহার হয়ে যাওয়ায় এখন আর পদোন্নতিতে কোনো বাধা নেই।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় প্রধান শিক্ষক সরকারি কাজে বিদ্যালয়ের বাইরে অবস্থান করতে হয়। বিদ্যালয়ের গতিশীলতা রক্ষার জন্য সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি করা জরুরি। শিক্ষা কার্যক্রমের সুবিধার্থে এ পদটি সৃষ্টি করা জরুরি।’

সালেহা আক্তার বলেন, ‘সরকারি প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিত্বশীল সরকারি রেজিস্টার্ডপ্রাপ্ত একটিই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রয়েছে। কতিপয় সহকারী শিক্ষক বেআইনিভাবে রেজিস্টার্ডবিহীন চার-পাঁচটি সংগঠন পরিচালনা করছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। অন্যথায় প্রাথমিক শিক্ষায় বিশৃঙ্খলা দেখা দেবে।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মোখলেসুর রহমান, শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ প্রমুখ। বাংলামেইল২৪ডটকম