শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > নেতানিয়াহুর জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিলের হুমকি

নেতানিয়াহুর জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিলের হুমকি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমা গাব্রিয়েলের সঙ্গে সাক্ষাৎ বাতিলের হুমকি দিয়েছেন। জার্মান শীর্ষ কূটনীতিকরা ফিলিস্তিনের এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলে নেতানিয়াহু সিগমার সঙ্গে বৈঠকে বসবেন না।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী সোমবার সন্ধ্যায় ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলো পরিদর্শন করেন। মঙ্গলবার তার বিটিসেলেম এর প্রতিনিধিদের সাথে দেখা করার কথা রয়েছে।

ইসরায়েলের এক কর্মকর্তা জানান, জার্মান প্রতিনিধি ইসরায়েলের অধিকার গোষ্ঠির সাথে সাক্ষাত বাতিল করলে নেতানিয়াহু গাব্রিয়েলের সাথে বৈঠক বাতিল করবেন।

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা আইজেক হেরজগ বৈঠক বাতিলের জন্য সমালোচনা করেন এবং তেল আবিব ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ্ওপর এই ধরনের আল্টিমেটাম ইসরায়েলের অর্থনীতির ওপর বড় ধরনের আঘাত আনতে পারে বলে অনেকে মনে করেন। প্রেস টিভি