শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নূর হোসেন গ্রেপ্তারের বিষয়ে কিছু জানে না সরকার: আশরাফ

নূর হোসেন গ্রেপ্তারের বিষয়ে কিছু জানে না সরকার: আশরাফ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥্ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি নূর হোসেনের ভারতে গ্রেপ্তার হওয়ার ব্যাপারে সরকার কিছু জানে না। রাজধানীর খামারবাড়িতে জাতীয় ফল প্রদর্শনী-২০১৪ উদ্বোধন শেষে আজ সোমবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, নূর হোসেনের গ্রেপ্তারের খবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার জানে না। সরকার যেটুকু জেনেছে তা গণমাধ্যমের মাধ্যমে। সকাল ৯টায় ফল প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি ছিলেন কৃষিসচিব এস এম নাজমুল ইসলাম। তিনি বলেন, কৃষি এক সময় অবহেলিত পেশা ছিল, এখন তা নেই।
মতিয়া চৌধুরী বলেন, আমাদের এখানে পরিকল্পিতভাবে ফল উৎপাদন করা সম্ভব হলে, সেখান থেকে পুষ্টির সব উপাদান আসবে। আমাদের বিদেশি ফলের দিকে ঝোঁকার প্রবণতা আছে, সেটা কমাতে হবে। ফলের রক্ষণাবেক্ষণ সমস্যা সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, ফলের রক্ষণাবেক্ষণের ব্যাপারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের কৃষিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।