শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের

নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

পরীক্ষার ফল প্রকাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এই অংশ নিয়েছেন সহস্রাধিক শিক্ষার্থী।

রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে রাস্তা অবরোধ শুরু করে তারা। ফলে নীলক্ষেত মোড় হয়ে আজিমপুর-মিরপুর রুটে সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প পথে যান চলাচল করছে।

সরকারের সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই সাত কলেজের প্রত্যেকটিতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ৩০টি বিষয়ে পড়ানো হয়।