শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নিহতরা সবাই জেএমবি সদস্য: আইজিপি

নিহতরা সবাই জেএমবি সদস্য: আইজিপি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিছেন, রাজধানী ঢাকার কল্যানপুরে জঙ্গি আস্তানায়
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ৯ জন আইএস সদস্য নয়। এর সবাই জেএমবি সদস্য।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে কল্যানপুরে ঘটানাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, এরা নিজেদের আইএস বলে দাবি করে, কিন্তু এরা সবাই আসলে এ দেশেরই জেএমবি জঙ্গি সংগঠনের সদস্য।
ঢাকায় বড় ধরণের কোন ঘটনা ঘটতে পারে-এমন সন্দেহ ছিলো। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সতর্ক ছিলো বলেও
জানান আইজিপি।

এর আগে ভোরে কল্যানপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছে ৯ জন। সকাল ৫টা ৫০ মিনিটে
অভিযান শুরু করে আইনশৃঙখলা বাহিনীর সদস্যরা। ৬টা ৫০ মিনিট পর্যন্ত চলে এ অভিযান। পুলিশ-র‌্যাব-ডিবি-সোয়াটের যৌথ
অভিযানে প্রায় ১০০০ সদস্য অংশগ্রহন করে। মুহুর্মূহু গুলির শব্দের প্রতিকম্পিত হয় পুরো এলাকা।

কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনটি রাত ১১টা থেকেই ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভবনটি থেকে জঙ্গিরা হ্যান্ড গ্রেনেডও ছুড়লে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।