রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নিষেধাজ্ঞা ভাঙ্গার ঘোষণা দিলো জামায়াত

নিষেধাজ্ঞা ভাঙ্গার ঘোষণা দিলো জামায়াত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রোববার থেকে রাজধানীতে সভা-সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞার সরকারি নির্দেশকে অগণতান্ত্রিক ও মৌলিক অধিকারের পরিপন্থী আখ্যা দিয়ে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কথা জানান।

সমাবেশে নিষেধাজ্ঞার নিন্দা ও প্রতিবাদ করে বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘মিছিল-সভা-সমাবেশ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার। সরকার এ অধিকার হরণ করে সংবিধানকে পদদলিত করে গণতন্ত্রের ওপর চরম আঘাত হেনেছে।’

প্রধানমন্ত্রীর নির্দেশে সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে অভিযোগ করে রফিকুল ইসলাম খান জানান, ‘প্রধানমন্ত্রীর ভাষণের পর ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রমাণ করেছেন, তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। লোক দেখানোর উদ্দেশে জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি এ ভাষণ দিয়েছেন। দেশের মানুষ সরকারের এ অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও স্বৈরাচারী ঘোষণা প্রতিহত করবে।’

আওয়ামী লীগ একদলীয় নির্বাচন করার যে ‘ষড়যন্ত্র’ করছে, তা যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণাও দেন তিনি।