শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নিলয় হত্যাকাণ্ড ॥ ‘ঘটনাস্থল থেকে উদ্ধার টি-শার্টটি হত্যাকারীর’

নিলয় হত্যাকাণ্ড ॥ ‘ঘটনাস্থল থেকে উদ্ধার টি-শার্টটি হত্যাকারীর’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় (নিলয় নীল) হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা টি-শার্টটি হত্যাকারীর হতে পারে। এ হত্যাকাণ্ডে যে ই-মেলটি পাঠানো হয়েছে তা, বাংলাদেশ থেকেই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার (০৯ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান পুলিশের উপ-কমিশনার (পুর্ব) মাহবুব আলম।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে একটি রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়। টি-শার্টটি হত্যাকারীর বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। হত্যার দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে ‘আনসার-আল ইসলাম’র পাঠানো ই-মেইলটি বাংলাদেশ থেকে করা হয়েছে।

তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং আসলেই দায় স্বীকারকারী সংগঠনটি এর সঙ্গে জড়িত কি-না সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।