নুর-আমিন , খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় একটি নির্মাণাধীন বাড়ির গেটের সানসেট ভেঙে শাহ্ আলম ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের হেলিপ্যাড এলাকার আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহ্ আলম উপজেলার মাস্টারপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী আব্দুর রহমান পরিবারসহ ঢাকায় থাকেন। তাই নিহত শাহ্ আলম ইসলামের বাবা আমিনুল ইসলাম তাদের পরিত্যক্ত বাড়ি দেখাশোনা করেন। মাস দু’য়েক আগে পরিত্যক্ত সেই বাড়ির গেটের সানসেট নির্মাণের কাজ শুরু করে। বাড়ি থেকে বাইরে আসার সময় গেটের সানসেট ধসে শাহ্ আলমের উপরে পরে এরপর গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। জানার পর পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।