শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘নির্ভরযোগ্য সূত্রে জেনেছি বিদেশী হত্যায় বিএনপি-জামায়াত জড়িত’

‘নির্ভরযোগ্য সূত্রে জেনেছি বিদেশী হত্যায় বিএনপি-জামায়াত জড়িত’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, দুই বিদেশী হত্যাকাণ্ডে বিএনপি ও জামায়াতে ইসলামী জড়িত। তিনি বলেছেন, লন্ডন বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে তিনি এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জয় এ দাবি করেন। স্ট্যাটাসে তিনি ইংরেজি ও বাংলায় লেখেন, খুব নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আমি জেনেছি যে, বাংলাদেশে সাম্প্রতিক বিদেশী হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত। অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশী সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। লন্ডন বিএনপির ভেতর থেকেই এ তথ্য এসেছে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে।
মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ভারতীয় গোয়েন্দারা মনে করছে, বিদেশী হত্যাকাণ্ডে আইএস জড়িত নয়। এর সঙ্গে জামায়াত জড়িত থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল।