বিশেষ প্রতিনিধি ॥
জিসিসি নির্বাচন সুষ্ঠু হলে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক এম. এ মান্নানের বিজয় সুনিশ্চিত। গাজীপুরে মান্নানের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়টি বোধগম্য হয়ে সরকার দলীয় লোকজন মরিয়া হয়ে উঠে। তাঁরা ভোট কেন্দ্রে ভোট চুরি বা ডাকাতি করার চিন্তা ভাবনা করছে। সরকার একটি বিশেষ জেলা (গোপালগঞ্জ) থেকে পুলিশ বাহিনী এনে এ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনায় আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত করেছেন। তাদেরকে দলীয় ক্যাডার হিসেবে দেশের বিভিন্ন স্থানে কাজে লাগান। এদেরকেই দিয়ে শাহবাগে গভীর রাতে হেফাজতে ইসলামের ঘুমন্ত লোকজনের উপর গুলি চালিয়ে গণহত্যা চালিয়ে ছিল। তাছাড়া দলীয় সমর্থন পোষ্ঠ লোকজন দিয়ে পোলিং অফিসার নিয়োগ দিচ্ছে।
আজ দুপুর ১২টায় জিসিসি নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক এম. এ মান্নানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেঃ জেনাঃ (অবঃ) আ.স.ম হান্নান শাহ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দলীয় নির্বাচন প্রচারণা অফিসে এক সংবাদ সম্মেলনে উপরোক্ত কথা গুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক ছায়েদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ এস.এম ছানাউল্লাহ, হেফাজতে ইসলামের গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাও. ফজলুর রহমান, হেফাজতের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, সদর উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ।
হান্নান শাহ আরো বলেন, মাঠ পর্যায়ে ১৪ দলের সমর্থিত প্রার্থী অ্যাড. আজমত উল্লা’র ভরাডুবি অনুধাবন করে জেলার বাইরে থেকে হাজার হাজার দলীয় নেতা-কর্মী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বচনে দলের পক্ষে প্রচারণা চালিয়েছেন। তবে গাজীপুরের মানুষ সচেতন তাদের কথায় কেউ ভোট দেবেন না। গাজীপুরের মানুষ এ সরকারের সমস্ত জুলুম-নির্যাতনের জবাব দেবে ভোটের মাধ্যমে।
এক প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এজেন্টদের ট্রেনিং সমাপ্তি করণ। প্রতিটি কেন্দ্রে ভোটার লিস্ট প্রেরণ করা হয়েছে।
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফজলুল হক মিলন বলেন, অধ্যাপক এম এ মান্নানের ২৫ বিঘা জমি রয়েছে। মান্নান সাহেব এ জমির ট্যাক্স দিয়েছেন। সরকার ট্যাক্স নির্ধারণ করেছে এক’শ বিঘার; সরকার যদি বাকী ৭৫ বিঘা জমি বুঝিয়ে দিতে পারে তবে বকেয়া ট্যাক্স অধ্যাপক এম.এ মান্নান পরিশোধ করবে।