স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়াপরপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের ষড়যন্ত্রের নির্বাচন প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি।
সম্প্রতি রংপুরের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বিএনপি কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও রংপুর বিভাগের আট জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি প্রধান খালেদা জিয়া বলেন, মতায় যেতে তাদের মত ভোটার তালিকা এদেশের জনগন মেনে নেবে না।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তার সঙ্গে নিহতের স্বজনরা সাাত করেন। স্বজনদের মধ্যে ছিলেন নিহত বিএনপি কর্মী আবেদ আলী মন্ডলের স্ত্রী মোসাম্মত আসকিনা বেগম ও তার ছোট মেয়ে, নিহত বুলবুল আহমেদের স্ত্রী হামিদা খাতুন ও তার দুই শিশু সন্তান ও বুলবুলের মা খাদিজা বেগম। খালেদা জিয়া এ দুই পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক অধ্য আসাদুল হাবিব দুলু (রংপুর বিভাগ বিএনপি), রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোজ্জাফর হোসেন, যুগ্ম আহ্বায়ক শিরিন ভরসা, নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক, জেড মর্তুজা চৌধুরী তুলা, স্থানীয় নেতা অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি মাজাহার আলী, দিনাজপুর জেলা সভাপতি আখতারুজ্জামান মিয়া, নীলফামারী জেলা সভাপতি আলমগীর সরকার, সৈয়দপুর জেলা সভাপতি আমজাদ আলী সরকার, কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভীর উল ইসলাম, লালমনিরহাট জেলা সভাপতি হাফিজুর রহমান বাবলা, গাইবান্ধা জেলা সভাপতি আনিসুজ্জামান খান বাবু, ঠাকুরগাও জেলা সাধারণ সম্পাদক তৈমুর আলম, জাসাস উপদেষ্টা শিল্পী বেবি নাজনীন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ হোসেন আজাদসহ প্রায় শতাধিক সাংগঠনিক নেতারা।