শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > নির্বাচন পেছানোর সুযোগ আছে

নির্বাচন পেছানোর সুযোগ আছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার তাগিদ দিয়ে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, আওয়ামী লীগ বলেছে এই নির্বাচন পেছানোর সুযোগ নেই- এটা ঠিক না। নির্বাচন পেছানোর সুযোগ আছে। আওয়ামী লীগ-বিএনপি রাজি থাকলে এই নির্বাচনকে কিভাবে সত্যিকারের অর্থবহ করা যায় সে চেষ্টা করা যেতে পারে। তবে সময় সামান্য উল্লেখ করে তিনি বলেন, সম্ভব না হলে এই নির্বাচনের পরপর দশম সংসদ ভেঙে দিয়ে সরকার একাদশ জাতীয় নির্বাচন করবে- এটা আশা করি। প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে কথা রাখবেন।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটিতে দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নির্বাচনী বিতর্ক’ প্রতিযোগিতায় এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিক উল হক তরুণ প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার বিশ্বাস এই প্রজন্ম নেতৃত্বে এলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। গণতন্ত্রকে আজ ঠাট্টা করে বদলে দেয়া হয়েছে। নতুন প্রজন্ম গণতন্ত্রকে রক্ষা করবে। সেই সঙ্গে মনে রাখতে হবে শুধু রাজনীতি করে পেটের ভাত হয় না।

এজন্য অন্য কিছু করতে হবে। বিতর্ক অনুষ্ঠানে সভাপত্বি করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রফিক-উল হক বলেন, নির্বাচন হতে হবে আইনত ২৪শে জানুয়ারি মধ্যে। কিন্তু নির্বাচন একেবারে পেছানো যাবে না, সেটাও ঠিক না। যেহেতু এখনও সংসদ রয়েছে, সেহেতু সংসদ ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যেও নির্বাচন করা যাবে। ‘রাজনৈতিক সঙ্কট নিরসনে সমঝোতা না হওয়ার দায় কার’। এ শিরোনামে সংসদীয় ধারার এই বিতর্কে অংশ নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ও ইবাইস ইউনিভার্সিটি। ব্যারিস্টার রফিক বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। দেশের কথা ভেবেই সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। সূত্র- বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম