শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > নির্বাচন পর্যবেক্ষকরা কোনো বিরুপ মন্তব্য করতে পারেনি: সিইসি

নির্বাচন পর্যবেক্ষকরা কোনো বিরুপ মন্তব্য করতে পারেনি: সিইসি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের ভূমিকার প্রশংসা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘অনেক প্রতিকূলতা, সমালোচনা ও নানা প্রতিবন্ধকতার মধ্যে আপনারা পরিশ্রম করে নির্বাচনের উত্তরণ ঘটিয়েছেন। সেই জন্য আপনাদের প্রথমেই অভিবাদন জানাই।’

এ নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার জন্য একটা স্বাভাবিক ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে আয়োজিত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো অন্যসব নির্বাচনেও নির্বাচন কর্মকর্তাদের একইরকম প্রশংসণীয় ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়। বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদে যেভাবে নিষ্ঠার সঙ্গে নির্বাচনগুলো করেছেন। সেভাবেই গুরুত্ব দিয়ে নির্বাচন করতে হবে।’

সিইসি কর্মকর্তাদের উদ্দেশে তিনি যোগ করেন, ‘সংসদ নির্বাচনের গতিধারা অব্যাহত রেখে রাজধানী শহর ঢাকার নির্বাচনের দায়িত্ব আপনারা পালন করবেন বলে আমি আশা করছি।’

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন সুন্দর, স্বার্থক ও গ্রহণযোগ্য হয়েছে জানিয়ে সিইসি বলেন, ‘দেশি-বিদেশি অবজারভাররা নির্বাচন কর্মকর্তাদের ব্যাপারে কোনোরকম বিরুপ মন্তব্য করতে পারেনি।’

এর জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা, ধৈর্য ও সাহসিকতাকে কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। সিইসি কর্মকর্তারা আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন, উত্তর ও দক্ষিণ সিটির নবগঠিত ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে স্থগিত নির্বাচন এবং উত্তর সিটির ৯ ও ২১ নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন ও উপজেলা নির্বাচনে নিজের মেধা, বুদ্ধিমত্তা, সাহস, নিরপেক্ষতা দিয়ে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেবেন বলে আশা ব্যক্ত করেন কে এম নুরুল হুদা।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।