বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > নির্বাচনের দিন সজাগ থাকতে হবে: ফখরুল

নির্বাচনের দিন সজাগ থাকতে হবে: ফখরুল

শেয়ার করুন

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ভোটারদের উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন আপনাদের সজাগ থাকতে হবে, ভোটকেন্দ্রগুলোতে পাহারা দিতে হবে। ফলাফল হাতে নিয়ে তারপর কেন্দ্র থেকে বের হতে হবে।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া কনস্পেট কিন্ডারগার্টেন স্কুল মাঠে বিএনপির মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীনসহ এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, জোর করে ক্ষমতায় থাকা সরকারের স্থানীয় নির্বাচনকে দলীয় প্রতীকে করানোর পেছনে একটি দুরভিসন্ধি ছিল। সরকার ভেবেছিল ৫ জানুয়ারির মতো একটি নির্বাচন দিয়ে ধানের শীষকে পরাজিত করতে পারলে মানুষ মনে করবে যে নৌকার জনপ্রিয়তা অনেক। কিন্তু জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে জিতিয়ে প্রমাণ করে দেবে ধানের শীষের জনপ্রিয়তা কমেনি।
মির্জা ফখরুল বলেছেন, সরকারের পেছনে জন সমর্থন নেই। তাই তো ভিন্নমত পোষণ করলেই মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে ভরে দেয়া হচ্ছে। দেশের মানুষের ওপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকার ভেবেছিল মামলা দিয়ে ভয় দেখালে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। কিন্তু বিএনপি নির্বাচনে ভয় পায় না।