রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > ‘নির্বাচনী এলাকায় যাইনি, গাজীপুরে পরিস্থিতি ভালো’

‘নির্বাচনী এলাকায় যাইনি, গাজীপুরে পরিস্থিতি ভালো’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে গাজীপুরে খুব সুন্দর পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সঙ্গে মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

আগামী মঙ্গলবার (২৬ জুন) গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হবে।

রোববার আপনি তো গাজীপুর গিয়েছিলেন, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি নির্বাচনী এলাকায় যাইনি।’ বলেই হাসতে থাকেন মন্ত্রী। হাসির রেশেই তিনি বলেন, ‘আমি গাজীপুরে আনসার একাডেমিতে গিয়েছি। আমি কোনো নির্বাচনী এলাকায় যাইনি।’

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে রোববারই প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলতেন- এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘অবশ্যই ভালো। খারাপ হলে তো আমরা খবর পেতাম। খুব ভালোভাবে চলছে, খুব সুন্দর পরিবেশ রয়েছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন একটি সুন্দর নির্বাচন আমাদের উপহার দেবেন।’

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সঙ্গে বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, বর্ডারগার্ড অব বাংলাদেশ (বিজিবি), আনসার ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) শীর্ষ কর্মকর্তারা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই করেন।

চুক্তি স্বাক্ষরের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের মিশন-ভিশন বাস্তবায়নের জন্য আমাদের কী করা উচিত সেগুলোর প্রোগ্রাম এখানে (চুক্তি) দেয়া আছে। সেই অনুযায়ী তারা কাজ করবেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘গত তিন বছর ধরে আমরা এটা করে আসছি। আমাদের অগ্রগতি, আমাদের সফলতা শতভাগ। এটার মাধ্যমেই প্রধানমন্ত্রী বুঝতে পারেন কতখানি সফল হয়েছেন। আমরা সেভাবেই কাজ করছি। আমাদের মন্ত্রণালয় এখন পর্যন্ত সব কাজেই শতভাগ সফলতা অর্জন করে যাচ্ছে।’