সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নিরুত্তাপ অবরোধ

নিরুত্তাপ অবরোধ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা দেয়ার প্রতিবাদে বিএনপি আহুত অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন চলছে বৃহস্পতিবার।

প্রথম দিনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও দ্বিতীয় দিনে তেমন কোনো উত্তাপ নেই। ভোর ৬টা থেকে এ পর্যন্ত রাজধানীর কোথায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে আগের মতোই। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ। অল্প হলেও স্বাভাবিকভাবেই চলাচল করছে যানবাহন।

গত ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া নির্বাচন প্রতিরোধের আহ্বান জানিয়ে ২৯ ডিসেম্বর ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা দেন। তবে সরকার দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় তিনি বাসভবন থেকে বের হতে পারেননি। এছাড়া পুলিশের ব্যাপক তৎপরতায় রাজপথে নামতে পারেনি নেতাকর্মীরাও। খালেদা জিয়া বাসার সামনে কিছুক্ষণ বসে থেকে পরেরদনিও কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন। ওইদিনও তাকে বের হতে দেয়নি আইনশৃঙ্খলার বাহিনী।

পরে গত সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে বিরোধী জোটের পক্ষে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।