বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নিরাপত্তা-স্বাধীনতা ছেড়ে উন্নতি দিয়ে কী করব

নিরাপত্তা-স্বাধীনতা ছেড়ে উন্নতি দিয়ে কী করব

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, দুর্নীতি শুধু মানুষের ক্ষতিই করে না, মানুষকে হত্যাও করে। রানা প্লাজা ধস তার উদাহরণ। তিনি বলেন, নিরাপত্তা, স্বাধীনতাসহ সবকিছু ছেড়ে দিয়ে যদি আমরা উন্নতি করি, তবে সেই উন্নতি দিয়ে কী করব? উন্নতির সঙ্গে অংশীদারত্ব ও অংশগ্রহণ না মেলাতে পারলে সেই উন্নতির সুফল কেউ পাবে না।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘বাংলাদেশ জার্নি’ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, আমাদের বারবার বলা হয় বাস্তবতা বুঝতে হবে। আমরা সব সময় যদি বাস্তবতাই বুঝতে থাকি, তাহলে বাস্তবতার পরিবর্তন কীভাবে করব। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, যদি সুশাসন নিশ্চিত না হয় তাহলে এ দেশে রানা প্লাজা ধস, তাজরীন ফ্যাশনসে আগুন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা এগুলো হতেই থাকবে।