শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > নিরাপত্তা উপদেষ্টা স্টিভ বেননকে বরখাস্ত করলেন ট্রাম্প

নিরাপত্তা উপদেষ্টা স্টিভ বেননকে বরখাস্ত করলেন ট্রাম্প

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) থেকে বরখাস্ত করা হলো স্টিভ বেননকে। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বরখাস্ত করেন।

হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে বেননের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিলে তাতে সম্মতি পোষণ করেন ট্রাম্প।

স্টিভ বেনন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের একনিষ্ঠ সঙ্গী হিসেবে কাজ করেছেন। বেনন বিতর্কিত ও চরম ডানপন্থী হিসেবে পরিচিত।

গত জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে নিয়োগ পাওয়ার পর থেকেই তাকে ঘিরে মার্কিন গোয়েন্দা সংস্থা রাজনৈতিক বলয়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিলো।

হোয়াইট হাউজের এক সহকারী মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ‘বেননের রদবদল হলেও, এতে তাকে পদাবনতি করা হয়নি।’ বেননকে গত ফেব্রুয়ারিতে বহিষ্কৃত এনএসসি প্রধান মাইকেল ফ্লিনের জায়গায় নামে মাত্র তাকে আসনটি দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

এনএসসি মার্কিন প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ে পরামর্শ দেয় উল্লেখ করে বিবিসি জানিয়েছে, বেনন শুধু ডানপন্থী নয়, তিনি একজন মুসলিম বিদ্বেষী হিসেবেই পরিচিত। এর আগে অভিবাসী ইস্যুর বিরোধিতা করায় দেশটির অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেন ট্রাম্প। তারও আগে ক্ষমতায় বসার পর বিশ্বজুড়ে ৮০ জন মার্কিন কূটনীতিককেও বরখাস্ত করেন তিনি। দ্য হিল ও বিবিসি অবলম্বনে