শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে: এরশাদ

নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে: এরশাদ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রের চর্চা নেই। গণতন্ত্রের চর্চা করতে হলে অবাধ, নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সিলেট রেজিষ্ট্রি মাঠে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপা’র সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ এমপি, বাণিজ্যমন্ত্রী ও জাপা’র প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপি, সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী আলহাজ্ব আতিকুর রহমান আতিক।

প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।