শহিদুল ইসলাম নওগাঁ থেকে
নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বিলাশৈল গ্রামে এক কৃষকের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৪ এপ্রিল নিয়ামতপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন ভূক্তভোগী মোঃ মোস্তাকিম সরকার (৫২)।
এজাহার সূত্রে জানা যায়, মোস্তাকিম সরকার পোরশা থানাধীন মন্ডলিয়াপাড়া জামে মসজিদের খতিব এবং পেশায় একজন কৃষক। তার দাবি, পিতা আবু তাহের সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে তিনি ইরি/২৫ মৌসুমে ধান চাষ করেন। জমিটি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসলেও, ২০২১ সাল থেকে স্থানীয় কিছু ব্যক্তি জমি জবরদখলের চেষ্টা করে আসছে।
সর্বশেষ ২৪ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে একই গ্রামের ৮ জন নামীয় আসামি ও আরও ৫-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি দলবদ্ধ হয়ে লাঠি, রড, দড়ি, কাস্তে ইত্যাদি নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে এবং প্রায় ৯০ মন ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন মোস্তাকিম সরকার। এতে তার প্রায় ১ লাখ ১৭ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।