বিনোদন প্রতিবেদক ॥
একই অ্যালবামে তিন পরিচয়ে আসছেন নিশিতা বড়ুয়া। গান গাওয়ার পাশাপাশি গীতিকার ও সুরকার হিসেবে তিনি কাজ করছেন তার পরবর্তী অ্যালবামে।
দীর্ঘ ছয় বছর পর দ্বিতীয় অ্যালবাম তৈরি করছেন নিশিতা। এই অ্যালবামের দুটি গানের কথা এবং সুর দিয়েছেন নিশিতা নিজেই। গান দুটির শিরোনাম ‘হারিয়ে শিখেছি‘ এবং ‘আমার মনেতে’।
এ প্রসঙ্গে নিশিতা বলেন, “প্রায়ই হুট করে কোনো একটা লিরিক টিউন মাথায় চলে আসে। এমনই দুটি গান করেছিলাম একটি অনুষ্ঠানে। সবার ভালো সাড়া পেয়ে গান দুটি আমার পরবর্তী এককে রাখছি।”
নতুন এই এককটিতে অন্যান্য গানের সুর করছেন কিশোর ও সাব্বির। ইতোমধ্যে পাঁচটি গান সম্পন্ন হয়েছে। কিশোর এ মুহূর্তে দেশের বাইরে থাকায় কাজ আপাতত বন্ধ আছে।
তবে নিশিতা আশা প্রকাশ করে বলেন, “সামনের কোরবানী ঈদে অ্যালবামটি বাজারে আনতে পারবো বলে আশা করছি।”