শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা আ. হাই

না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযোদ্ধা আ. হাই

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের ৫ বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আজ রবিবার সকালে নাফেরার দেশে চলে গেছেন।
তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত জোবেদ আলী মুন্সীর পুত্র। তিনি স্ত্রী, ২ কন্যা, ১ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নিজ গ্রামে জানাযা নামাজ শেষে রষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গ তাজ তাজউদ্দীন আহমদের সহযোগি ছিলেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ ইকবাল হোসেন সবুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, শ্রীপুর পৌর মেয়র মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নানশাহ্র পুত্র বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. আমানত হোসেন খান প্রমুখ।