বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নাশকতা ঠেকাতে মোবাইল অ্যাপস

নাশকতা ঠেকাতে মোবাইল অ্যাপস

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রযুক্তির দ্বারস্থ হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাশকতাকারীদের ধরতে সাধারণ মানুষের প্রত্যক্ষ সহযোগিতা পেতে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তিনি।

শনিবার সহিংসতায় অগ্নিদগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট ঘুরে দেখা শেষে সাংবাদিকদের এ কথা জানান পলক।
নতুন তৈরি হওয়া এই অ্যাপসটির নাম ‘ক্রাউডসোর্স’। গুগল প্লে-স্টোর থেকে যে কেউ তার অ্যান্ড্রয়েড ফোনে এটি ইনস্টল করে নিতে পারবেন। এছাড়া যঃঃঢ়://িি.িপৎড়ফিংড়ঁৎপবনফ.পড়স ঠিকানায় গেলেও হবে। সেখানে একটি ফরম পাওয়া যাবে।
এই ফরমে সড়ক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, ইভটিজিং, মাদক, ফরমালিন, সন্ত্রাসী কার্যক্রম এবং সাইবার ক্রাইম সম্পর্কিথ তথ্য ও ছবি আপলোড করা যাবে।
এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের জানান, ক্রাউসোর্স একটি মোবাইল অ্যাপ্লিকেশন যার মাধ্যমে যে কোনো অসঙ্গতির কথা ছবিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের দায়িত্ব প্রাপ্ত সংস্থাকে জানানো যাবে। অ্যাপসে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
আবু নাসের জানান, অ্যাপসটি উন্নয়নের জন্য ইতোমধ্যে একদল প্রযুক্তিবিদ কাজ করে যাচ্ছেন।