স্টাফ রিপোর্টার ॥
নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় মামলা দুটি দায়ের করেছিলেন।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন রাষ্ট্রপক্ষে। ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।
এনিয়ে ১৯ মামলার সবকটিতে জামিন পেলেন রিজভী। তবে ২টি মামলায় আপিল বিভাগে হাইকোর্টের জামিনাদেশ স্থগিত থাকায় এখনি মুক্তি পাচ্ছেন না তিনি।
চলতি বছরের ৩০ জানুয়ারি রিজভী আহমেদকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে আটক করা হয়।