স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বড় ধরনের নাশকতা ঘটনো হতে পারে এই আশঙ্কায় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষ সতর্ক রাখা হয়েছে। সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রেও বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উত্থাপন হয়েছে। নবম সংসদের শুরুতে ডেপুটি স্পিকার কর্ণেল (অব.) শওকত আলীর নেতৃত্বে গঠিন জাতীয় সংসদের নিরাপত্তা বিষয়ক কমিটি এবিষয়ে ১১দফা সুপারিশ করে। বিষয়টি নিয়ে সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে বেশ কয়েকবার রুলিং দিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে সংসদের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠনের প্রস্তাব করা হয়। সংসদ কমিশনের বৈঠকে সেই প্রস্তাব অনুমোদন করা হয়। কিন্তু সংসদের মেয়াদ শেষ পর্যায়ে পৌঁছালেও সেই কাজটি হয়নি। বরং দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। নাশকতা সৃষ্টির জন্য এই ভবনের উপর হামলা চালানো হতে পারে বলে আশংকা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এরপর থেকে সংসদ ভবন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার সংসদ ভবন এলাকায় নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সংসদে প্রবেশকারী দর্শনার্থীদের যথাযথ ভাবে তল্লাশীর পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অতিথি ও দর্শনার্থীদের নামে পাস ইস্যুর ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ঝামেলা এড়াতে অনেক কর্মকর্তাই পাস ইস্যু বন্ধ করে দিয়েছেন। সংসদ ভবনের প্রবেশদারগুলোতে নিরাপত্তাকর্মী বাড়ানো হয়েছে। একইসঙ্গে সিসি ক্যামেরায় মনিটারিং জোরদার করা হয়েছে।
সংসদ ভবন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কথা জানিয়ে জাতীয় সংসদের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে সহিংসতা বেড়ে যাওয়ায় সংসদ ভবনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। হামলার আশংকা থাকলেও এই মুহুর্তে এখানে নিরাপত্তা ব্যবস্থায় কোন দূর্বলতা নেই।