বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নারী ও পুরুষ বন্দীদের সঙ্গে একই প্রিজন ভ্যানে আদালতে নেয়ার সময় যৌন হয়রানি থেকে নারীদের সুরক্ষা চেয়ে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।
রোববার বিচারপতি কজী রেজা-উল হক এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে ব্যারিষ্টার কাজল রীট পিটিশনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর সোমবার ওই রিটের শুনানি তালিকাভুক্ত করা হবে বলে নির্দেশনা দেয়া হয়।
গত ৮ মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘প্রিজন ভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দীরা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের ভিত্তিতেই রিটটি দায়ের করা হয়।
এই সংবাদের বরাত দিয়ে দেশব্যাপী নারী বন্দীদের পরিবহনে যাতে ভিন্ন পরিবহন ব্যবস্থা করা হয় সেই মর্মে রাষ্ট্রের পক্ষে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, আইজি প্রিজনের প্রতি নির্দশনা চাওয়া হয়েছে।
– ঝবব সড়ৎব ধঃ: যঃঃঢ়://হবংি.রঢ়ড়ৎঃনফ.পড়স/ষধ-িপড়ঁৎঃ/২০১৪-০৩-০৯-১৭-২৬-২৮-৪১-৩৪২০২#ংঃযধংয.ঝঙঐধষণংঝ.ফঢ়ঁভ
ঢাকা : নারী ও পুরুষ বন্দীদের সঙ্গে একই প্রিজন ভ্যানে আদালতে নেয়ার সময় যৌন হয়রানি থেকে নারীদের সুরক্ষা চেয়ে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন করেছেন সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।
রোববার বিচারপতি কজী রেজা-উল হক এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে ব্যারিষ্টার কাজল রীট পিটিশনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
এরপর সোমবার ওই রিটের শুনানি তালিকাভুক্ত করা হবে বলে নির্দেশনা দেয়া হয়।
গত ৮ মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘প্রিজন ভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দীরা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের ভিত্তিতেই রিটটি দায়ের করা হয়।
এই সংবাদের বরাত দিয়ে দেশব্যাপী নারী বন্দীদের পরিবহনে যাতে ভিন্ন পরিবহন ব্যবস্থা করা হয় সেই মর্মে রাষ্ট্রের পক্ষে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, আইজি প্রিজনের প্রতি নির্দশনা চাওয়া হয়েছে।