শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > নারী ক্ষমতায়নে টেকসই উন্নয়ন : নওফেল

নারী ক্ষমতায়নে টেকসই উন্নয়ন : নওফেল

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
নারী ক্ষমতায়নে নানা প্রতিকূলতার মাঝেও টেকসই উন্নয়ন পরিক্রমা ত্বরান্বিত হচ্ছে এবং নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন’ হয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার জাতিসংঘ সদর দপ্তরে এক সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছে এ মন্তব্য করেন নওফেল। জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’ এর ৬৩তম বার্ষিক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগ দিচ্ছেন তিনি।

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হওয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে নওফেল বলেন, নারী ক্ষমতায়নে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারায় টেকসই উন্নয়ন পরিক্রমাও ত্বরান্বিত হচ্ছে নানা প্রতিকূলতা নিয়েও। বাংলাদেশে চলমান এ কার্যক্রমের আলোকেই সম্মেলনে বক্তব্য উপস্থাপন করবো আমি।

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়াসহ নেতা-কর্মীরা।

সোমবার থেকে শুরু হতে যাওয়া ১২ দিনের এ সম্মেলনে লিঙ্গ-সমতা এবং নারী অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবারের মূল আলোচনায় রয়েছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, সরকারি কর্মকাণ্ডে নারীর অবস্থান, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে লিঙ্গ-সমতার গুরুত্ব, নারী ও বালিকাদের ক্ষমতায়নের গতি-প্রকৃতি।