সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নারীর মনকে তুলে ধরা হলো এই শর্ট ফিল্মৃৃ.

নারীর মনকে তুলে ধরা হলো এই শর্ট ফিল্মৃৃ.

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
পৃথিবীর আদিমতম ব্যবসাটি শরীরকেন্দ্রীক। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই পেশা চলে আসছে। কিন্তু সব সময়ই এই পেশাকে দেখা হয় অন্য চোখে। আর এই পেশার সঙ্গে যুক্ত শরীর শিল্পীদেরকে রাখা হয় সমাজের নিকৃষ্টতম স্থানে। যেই পেশা নিয়ে কথা হচ্ছে, তা তথাকথিত ভাষায় পতিতাবৃত্তি।

বর্তমান এই সময়ে এসে পতিতাবৃত্তির ধরণ, রকমের অনেক পরিবর্তন হয়েছে। এই সময়ে এসে পতিতাবৃত্তি রূপ পেয়েছে উঁচু তলা আর নিচু তলার। আধুনিক যুগে উপরের তলার পতিতাদের সম্মান করা হয়। কেউ কেউ উঁচু তলার এই বিষয়টিকে স্টাইল কিংবা ফ্যাশন হিসেবে বিবেচনা করে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই পেশা চলে আসছে। কিন্তু সব সময়ই এই পেশাকে দেখা হয় অন্য চোখে। আর এই পেশার সাথে যুক্ত শরীর শিল্পীদেরকে রাখা হয় সমাজের নিকৃষ্টতম স্থানে। যেই পেশা নিয়ে কথা হচ্ছে, তা তথাকথিত ভাষায় পতিতাবৃত্তি।
বর্তমান এই সময়ে এসে পতিতাবৃত্তির ধরন, রকমের অনেক পরিবর্তন হয়েছে। এই সময়ে এসে পতিতাবৃত্তি রূপ পেয়েছে উঁচু তলা আর নিচু তলার। আধুনিক যুগে উপরের তলার পতিতাদের সম্মান করা হয়। কেউ কেউ উঁচু তলার এই বিষয়টিকে স্টাইল কিংবা ফ্যাশন হিসেবে বিবেচনা করে।
কিন্তু আজও যারা পেটের তাগিদে পতিতাবৃত্তির কাজটা করে যাচ্ছেন তাদেরকে বিন্দু পরিমাণ সম্মান করা হয় না, তাদেরকে দেখলেই আমরা নাক সিটকাই। যারা পেটের তাগিদে পতিতাবৃত্তিকে বেছে নিয়েছে তাদেরকে সমাজে স্থান না দিতে পারি কিন্তু তাদেরকে যেনো কখনো ঘৃণা না করি। এই উপরের তলা আর নিচের তলার পার্থক্যকে পরিচালক শেকড় আহমেদ তার দু’মিনিট’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রতিচ্ছবি’ সোশ্যাল ইলিউশনে তুলে ধরেছেন।