শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > লাইফস্টাইল > নারীর চেয়ে পুরুষ কেন প্রতারণা প্রবণ?

নারীর চেয়ে পুরুষ কেন প্রতারণা প্রবণ?

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥ ভালবাসার সম্পর্কে কেউ প্রতারণা করেন, কেউ প্রতারিত হন। তবে নারী এবং পুরুষ উভয় পক্ষই প্রতারণার শিকার হন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক জার্নাল লাইভ সাইন্সে তথ্যটি প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংক্রান্ত সংস্থা ২২৮ জনের ওপর এক গবেষণা চলিয়ে দেখেন, ভালোবাসার সম্পর্কে প্রতারণার প্রায় ৬০ শতাংশই পুরুষের দিক থেকে আসে।

গবেষণায় দেখা গেছে, প্রথম যখন ভালোবাসা অনুভূত হয় তখন মানুষের শরীরে একধরনের কেমিকেলের নিঃসরণ ঘটে। পরবর্তীতে যখন অন্য কাউকে দেখে একই ধরনের কেমিকেলের নিঃসরণ হয়। আর তখনই প্রতারণার আশ্রয় গ্রহণ করে মানুষ। এই ঘটনাটি ছেলেদের ভেতর বেশি লক্ষ্য করা যায়। এ দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা একটু পিছিয়ে।

ওয়াশিংটন স্কুল অব মেডিসিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরিক ফাং তার গবেষণামতে বলেন, ছেলেরা মেয়েদের চেয়ে নৈতিকতার প্রশ্নে বেশি দুর্বল। তাদের শক্তি সামর্থ থাকার কারণে অনেক কিছুই অবহেলার চোখে দেখেন। ফলে তার মাধ্যমে প্রতারণার বিষয়টি মামুলি হয়ে যায়।