রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > নারীদের উত্ত্যক্ত করলে ফ্রান্সে নগদ জরিমানা

নারীদের উত্ত্যক্ত করলে ফ্রান্সে নগদ জরিমানা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
রাস্তা ঘাটে ইভটিজিং ঠেকাতে এবং নারী সম্মান রক্ষায় নতুন বিধান প্রণয়ন করলো ফ্রান্স। কোন ব্যক্তিকে যদি নারী উত্যক্ত করতে দেখা যায় তবে তাকে দিতে হবে তাৎক্ষণিক জরিমানা। সোমবার ফরাসি নারী উন্নয়ন মন্ত্রনালয়ের প্রধান মারলিনি শিহাপা এই বিধানের উল্লেখ করেন।

নারী অধিকারে সোচ্চার মারলিনি শিহাপা (৩৪) আরটিএল রেডিও সাক্ষাৎকারে বলেন, ‘আইনে এতদিন রাস্তা ঘাটে উত্ত্যক্ত করার জন্য বিশেষ কোনো আইন ছিলো না। আইন থাকা অবশ্যই জরুরি।’

আজ-কাল সর্বস্তরে নারীদেরকে অবমূল্যায়ন এবং সেক্স অবজেক্ট হিসেবে দেখা পুরুষের জন্য ফ্যশনে রূপান্তর হয়েছে। এই অবস্থা সামলানোর জন্যে সারাবিশ্বে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্প্রতি আমেরিকার জনপ্রিয় সিনেমা প্রযোজক হার্ভে উইনস্টেইনও নারী অবমাননা তথা যৌন হয়রানির দায়ে বরখাস্ত হয়েছে নিজ প্রতিষ্ঠান থেকে, হারিয়েছে অস্কার,পদক এমনি স্ত্রীকেও। ফ্রান্সেও ইভটিজারদের জন্য শক্ত আইন বানানো হলো। অন্যদিকে বাংলাদেশ ,ভারত সহ বেশ কিছু দেশ যেখানে নারীকে শুধু উত্যক্ত নয় ,মাঝ রাস্তায় ধর্ষণ করা হয় সেখানকার আইন এখনো নড়বড়ে । এনডিটিভি