শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘নারীদের অংশীদারি ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়’

‘নারীদের অংশীদারি ছাড়া জাতীয় অগ্রগতি সম্ভব নয়’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নের মূলস্রোতে নারী সমাজের অংশীদারি ছাড়া জাতীয় অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব নয়। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে। আজ সোমবার ঢাকার সেগুনবাগিচায় বেগম রহিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নারীকে অবরুদ্ধ রাখার জন্য মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দেশে শিক্ষা বিস্তারে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। মন্ত্রী শিক্ষা বিস্তারে সরকারের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চলমান সংগ্রামে ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বেঙ্গলিনিউজটোয়োন্টিফোর.কম