মো.মনিরুল আলম
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
র্যাব-১১ এর একটি দল গত ৩ এপ্রিল গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা মোঃ অপু হোসেন (২৮) এবং মোঃ লিয়াকত আলী @ রেকত (৩০)। উক্ত পৃথক অভিযানে গ্রেফতারকৃত মোঃ অপু হোসেন এর হেফাজত হতে ৪৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয় এবং মোঃ লিয়াকত আলী @ রেকত এর কাছ থেকে ১৫১ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম ও সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
মোঃ অপু হোসেন গোপালগঞ্জের সদর থানাধীন গোবরা এলাকার মোঃ শেখ কেরামত আলীর ছেলে। মোঃ লিয়াকত আলী @ রেকত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আইয়াব এলাকার মৃত রমজান আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।