শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > নারায়ণগঞ্জে তিতাসের ২ হাজার অবৈধ লাইন উচ্ছেদ

নারায়ণগঞ্জে তিতাসের ২ হাজার অবৈধ লাইন উচ্ছেদ

শেয়ার করুন


মো. মনিরুল আলম
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট ফাতেমাতুজ জহুরার নেতৃতে উপজেলার দামগড় ইউনিয়নের কুড়িপাড়া বাজার এলাকায় আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিতাস গ্যাস এর অবৈধ লাইন উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করেন।
উচ্ছেদ অভিযান কালে দুইটি স্পটে, ২ এবং ৩ ইঞ্চি দুই হাজার লাইন বিছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে বিপুল পরিমান রাইজার ও গ্যাস লাইনে ব্যবহৃত পাইপ। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় কাউকে আটক ও কোনো প্রকার জরিমানা করা হয়নি।
অপর দিকে বিকেলে অবৈধ গ্যাস লাইনের সংযোগের অভিযোগে মদনপুরের সাহেরা গার্ডেনেও অভিযান করেন ভ্রাম্যমাণ আদালত। তবে সাহেরা গার্ডেনে বিকেল পর্যন্ত কোনো অবৈধ গ্যাস লাইনের খুঁজ পাননি তিতাস গ্যাস কর্তপক্ষ।
এবিষয়ে তিতাস গ্যাস এর ব্যবস্থাপক জোনাল বিপনন অফিস সোনারগাঁও মেজবা উদ্দিন জানান, সাহেরা গার্ডেনে কোনো ধরনের অবৈধ তিতাস গ্যাসের লাইন নেই।
অভিযান শেষে প্রকৌশলী সোনারগাঁও মো. রফিকুজামান জানান দুইটি স্পটে ২ হাজার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। অভিযান অব্যহত থাকবে ।
উল্লেখ্যঃ অবৈধ উচ্ছেদ অভিযান ৭ দিনব্যাপি চলবে, আগামী ৭ই মার্চ পর্যন্ত। অভিযানের আজ দ্বিতীয় দিন।