বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নারায়ণগঞ্জে অষ্টমী স্নানে পদদলিত হয়ে নিহত ১০

নারায়ণগঞ্জে অষ্টমী স্নানে পদদলিত হয়ে নিহত ১০

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে মহাষ্টমীতে পুণ্যস্নানে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশতাধিক পুণ্যার্থী আহত হয়েছে। আজ শুক্রবার ভোরে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জাকারিয়া জানান, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও সাতজন নারী।

নিহতরা হলেন, মাদারীপুরের নিতাই চন্দ্র দাশ ও বাবুল বিশ্বাস, কুমিল্লা জেলার চান্দিনার রঞ্জিত মল্লিক, দাউদকান্দির কানন বালা, মেঘনা থানার তুলসী দেবনাথ, রাজধানীর ধানমণ্ডি জিগাতলার ভগবতী দাশ, লালবাগের রাখি, মানিকগঞ্জের মালতী দাশ, নোয়াখালীর কবিরহাটের ভানুমতি দাশ।
এছাড়া ১১ বছরের এক মেয়ে শিশু রয়েছে বলেও জানায় পুলিশ।

তিনি জানান, শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে মহাষ্টমী স্নান শুরু হওয়ার পর ভিড়ে পদদলিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে পুণ্যার্থীদের নদী তীরে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিবছরের মতো এবারও শুক্রবার ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমীস্নান শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদে হাজারো পূণ্যার্থীর এ স্নান চলবে শনিবার ভোর পর্যন্ত।
পূণ্যস্নান উপলক্ষে বৃহস্পতিবার থেকেই বন্দর থানার লাঙ্গলবন্দে হাজার হাজার পূণ্যার্থীর ঢল নামে। নিজেদের পাপ মোচনের জন্য প্রার্থনায় বিদেশ থেকেও অনেকে এসেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে এ হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

অপরদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের মরদেহ নিজ নিজ জেলা পৌছে দেযার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।