শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় রানা ও আরিফকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় রানা ও আরিফকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার পর চাকরিচ্যুত র‌্যাবের কর্মকর্তা আরিফ হোসেন ও এমএম রানাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় এ দুইজনকে প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

নারায়ণগঞ্জ কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বাংলানিউজকে জানান, মূল আইজি প্রিজনের নির্দেশে দুইজনকে ঢাকা পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ কারগারে বিভিন্ন সময়ে র‌্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের কারণে কারাগারে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুইজনকে ঢাকা নেওয়া হয়েছে বলে অপর একটি সূত্র জানিয়েছে।

জানা গেছে, সেভেন মার্ডারের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নূর হোসেন সহ ৬জনের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। তবে আদালতের নির্দেশমত পুলিশ গত ১৬ মে দিনগত রাতে র‌্যাবের চাকরিচ্যুত ২জন ও ১৭ মে একজনকে গ্রেপ্তার করে।

তারা হলেন – অবসরে পাঠানো সেনাবাহিনীর লে. কর্ণেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা।

ইতোমধ্যে গত বৃহস্পতিবার এম এম রানা ও বুধবার আরিফ হোসেন পৃথকভাবে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

এসময় তারা দুইজনই সাত খুনের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

এদিকে র‌্যাব-১১ এর চাকরিচ্যুত মেজর আরিফ হোসেন ও ক্রাইম প্রিভেনশনাল স্পেশাল কোম্পানির ইনচার্জ নৌবাহিনীর অবসরে পাঠানো লে. কমান্ডার এম এম রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ায় ভেঙ্গে পড়েছে র‌্যাব-১১ এর চাকুরীচ্যুত সিও লে. কর্নেল তারেক সাঈদের মনোবল।

গত ১৭ মে ভোরে গ্রেপ্তারের পরে তারেক সাঈদ দৃঢ় মনোভাব বজায় রাখলেও এখন অনেকটাই নরম সুরে কথা বলতে শুরু করেছেন।