শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > নানা কর্মসূচীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নানা কর্মসূচীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
নানা কর্মসূচীর মধ্য দিয়ে সারা বাংলাদেশে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিএইচআরসি, বামাকা, জামাকা, সার্ক মানবাধিকারসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বাংলাভূমি’র প্রতিনিধিদের পাঠানো খবর-
গাজীপুর: বাংলাদেশ মানবাধিকার কমিশন-বিএইচআরসি মহানগর শাখার উদ্যোগে জেলা শহরের হাবিবুল্লাহ স্মরণীস্থ কমিশনের কার্যালয়ে মহানগর শাখার সভাপতি সাবেক স্বাস্থ্য ও গণশিক্ষা সচিব এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহসভাপতি শাহ সামসুল হক রিপন, সিটি কাউন্সিলর মোশারফ হোসেন, মোঃ জুলহাস উদ্দিন তালুকদার, ফজলুল হক বাদল, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, মোয়াজ্জেম উদ্দিন আহম্মেদ মুকুল, মহিউদ্দিন জোমাদ্দার মিন্টু, অধ্যক্ষ হুমায়ূন কবীর, শামসুল আলম শিবলী প্রমুখ।

অপরদিকে গাজীপুর মহানগরের হাবিবুল্লাহ্ স্মরণীর জেলা প্রেসক্লাবে জাতীয় মানবাধিকার কাউন্সিল জেলা শাখার উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ড. এ কে এম রিপন আনসারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাকার জেলা শাখার সমন্বয় বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার মো: হাছিবুর রহমান, কালীগঞ্জ শাখার সভাপতি খন্দকার ইব্রাহিম, আক্তার হোসেন, ডা: বোহান উদ্দিন অরণ্য, তুহিন সারোয়ার, শহিদুল্লা (শহিদ), ইসমাইল মাষ্টার, আলী আজগর খান পিরু, এস এম মাসুদ, মোঃ শফিকুল কবির, রতন আকন্দ, শারমিন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ময়মনসিংহ: ভালুকা উপজেলা চত্ত্বরে সার্ক মানবাধিকার ভালুকা উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান খান জুয়েলের সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভরাডোবা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম তরফদার, প্রফেসর আ.ফ.ম আফজাল হোসেন, সার্ক মানবাধিকার জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম খন্দকার, উপজেলা শাখার সভাপতি কামরুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, সহ সভাপতি সাইফুল ইসলাম, আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আবু সাঈদ ইমদাদুল্লাহ, নূরে আলম সিদ্দিকী লিটন, মোঃ শফিকুল ইসলাম, মুর্শেদ আলম, আলতাব হোসেন, রাজু আহমেদ প্রমুখ।