বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৮৩

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৮৩

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
নাইজেরিয়ায় ৩১ ডিসেম্বর থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংসতায় এ পর্যন্ত ৮৩ জনের বেশি নিহত হয়েছে। জানা গেছে, নাইজেরিয়ার মুসলিম পশুপালক সম্প্রদায়, খ্রিস্টান কৃষক সম্প্রদায়ের অধীনস্ত ‘মিডিল বেল্ট রিজিয়ন’ এলাকা দখল করতে গেলে এই সহিংসতার সূত্রপাত হয়। পরে এর জের ধরেই মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়।

নাইজেরিয়ার একটি স্থানীয় পত্রিকার সূত্রে জানা গেছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির ৩টি প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। এ প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান টুকরি বুরাতাই বলেন, ‘সরকারকে সাহায্য ছাড়া সেনাবাহিনীর দল পাঠানোর আর কোনো উদ্দেশ্য নেই।’

এদিকে, মুসলিম এবং খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে এই সহিংসতার পেছনে জনসংখ্যাকেই দায়ী করেছে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি। মঙ্গলবার তিনি প্রায় ২০০ মিলিয়নে পৌঁছে যাওয়া জনসংখ্যার ঊর্ধ্বগতিকেই মুসলিম গবাদি পশুপালক সম্প্রদায় এবং খ্রিস্টান কৃষক মধ্যে সংঘাতের অন্যতম কারণ হিসেবে অভিহিত করেন। রয়টার্স, পি.এম নিউজ নাইজেরিয়া