শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নাইজেরিয়ায় সহিংসতার মধ্যে শেষ হয়েছে ভোটগ্রহণ

নাইজেরিয়ায় সহিংসতার মধ্যে শেষ হয়েছে ভোটগ্রহণ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সহিসংতা আর কারিগরি ক্রুটির মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে নাইজেরিয়ার সাধারণ নির্বাচন। সহিংসতার কারণে স্থগিত হওয়া বেশ কয়েকটি কেন্দ্রে আজ রোববার পুনরায় ভোট নেয়া হবে।
ভোট গ্রহণের সময় সহিংসতায় সারাদেশে কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে এসব সত্ত্বেও ভোট গ্রহণের হারে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
পর্যবেক্ষকরা বলছেন, তা সত্ত্বেও নির্বাচন অনেকটাই সফল হয়েছে বলে তারা মনে করেন।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারি।
দেশটির স্বাধীনতার পর এই প্রথম দুই প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
গত ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু বোকো হারামের দখল থেকে উত্তরাঞ্চল পুনরুদ্ধার করতে নির্বাচনের সময়সীমা পিছিয়ে দেয়া হয়।
এদিকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চল থেকে খবর পাওয়া যাচ্ছে যে, ২০ জনের বেশি স্থানীয় বাসিন্দার শিরশ্ছেদ করা হয়েছে।
বর্ণ প্রদেশের কর্মকর্তা আর স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন, সেখানকার বুরাতি গ্রামে গত শুক্রবার রাতে জঙ্গিরা হামলা চালিয়ে ওই হত্যাযজ্ঞ চালায়।
এজন্য বোকো হারাম জঙ্গিরাই দায়ী বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।