বাইজিদ আহাম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর-২ আসন থেকে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খান। মঙ্গলবার বিকালে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ভাস্কর দেবনাথ বাপ্পির কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।
সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মঈন খান বলেছেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলের পেশী শক্তি ও কালো টাকা ছড়াছড়ি শুরু করে। সুষ্ঠ নির্বাচনের সার্থে তা বন্ধ করতে হবে। ভোটাররা যাতে সুষ্ঠ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে নির্বাচন কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনের একটি অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করছে। নির্বাচন কর্মকর্তারা জাতীয় নির্বাচন সুষ্ঠ করতে পারবে কিনা তা নিয়ে আমাদের সংস্বয় রয়েছে। তবে আমরা আশা করি নির্বাচন যেন সুষ্ঠ হয়। ভোটাররা যেন সুষ্ঠ ভাবে ভোট দিতে পারে। ক্ষমতাশীনরা তাদের পেশী শক্তি দিয়ে চাইবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে। এর জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা নির্বাচন কমিশনারের কাছে বরাবরই বলে আসছি তারা যেন কোন পক্ষপাত না করে দেশের স্বার্থে একটি সুষ্ঠ নির্বাচন দেশের মানুষকে উপহার দেয়।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এমএ বাছেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা।
এর আগে বেলা ৩টায় রিটার্নিং অফিসারের কাছে নরসিংদী-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপের পক্ষে মনোনয়ন জমা দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।