বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর উদ্যোগে উপজেলা শহিদ মিনার মাঠে বুধবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর পলাশ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে ষাঁড়, গাভী, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও কবুতরের খামারিরা এবং ৪টি ভেটেরিনারি ঔষধ কোম্পানি এতে অংশ গ্রহণ করেছে। প্রদর্শনীতে ২২টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ও বিভিন্ন ধরনের পাখি দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শণীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ সময় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া সিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুল আলম। আলোচনা শেষে অংশ গ্রহণকারী খামারীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য।