বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদীতে স্বজনের বাড়ি বেড়াতে এসে লাশ হলো কিশোর গোবিন্দ চন্দ্র দাস (১৭)।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় নরসিংদীর পুরানবাজারের রেললাইন সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গোবিন্দ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বারদী গ্রামের বলাই চন্দ্র দাসের পুত্র।
স্বজনরা জানান, গোবিন্দ বারদী এলাকায় স্বর্ণকারের কাজ করতেন। বৃহস্পতিবার নরসিংদীতে স্বজনের বাড়িতে বেড়াতে আসে সে। শুক্রবার সকালে পুরান বাজার এলাকার স্থানীয়রা রেল সড়কের পাশে লাশ দেখতে পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন ট্রেন কাটা পরে তার মৃত্যু হতে পারে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, সকাল সাড়ে ৮ টায় খবর পেয়ে গোবিন্দ চন্দ্র দাসের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এসময় তার লাশ ৩ টুকরো অবস্থায় ছিল। সাথে একটি বিকল মোবাইল ফোন পাওয়া যায়। সেই বিকল মোবাইল ফোন থেকে সিম খুলে একাধিক নাম্বারে ফোন করে স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্বজনরা তার লাশ শনাক্ত করেন। তিনি আরো জানান, নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।