বৃহস্পতিবার , ৭ই নভেম্বর, ২০২৪ , ২২শে কার্তিক, ১৪৩১ , ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নদীর পানি হঠাৎ লাল!

নদীর পানি হঠাৎ লাল!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক॥ আগের দিনও পানির রঙ পানির মতই ছিল। কিন্তু নদীতে প্রবাহিত পানি হঠাৎ রং বদলাতে থাকে। প্রথমে কিছুটা লালচে ভাব। এরপর সে রং গিয়ে দাড়ায় রক্তবর্ণে। রক্তের মতো লাল হয়ে যায় নদীর পানি। ঘটনাটি ঘটে চীনের চ্যাংনান রাজ্যের ঝেজিয়াং নামক নদীতে। এমন দৃশ্য দেখে তো রীতিমত অবাক হয়ে যায় স্থানীয়রা। চোখ কপালে ওঠার পালা। আবার অনেকে ভয়ও পেয়ে যায়। হঠাৎ নদীর পানি রক্ত হয়ে গেলো কী? এর কারণ অনুসন্ধান করতে নেমে পড়ে সবাই। নদী সংলগ্ন এলাকায় রয়েছে একটি কাগজ কারখানা, একটি খাবারের রং তৈরির কারখানা ও একটি কাপড় নির্মাতা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোর কোনো একটি তাদের বর্জ্য পদার্থ নদীতে ফেলায় এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে ঘটনার অনুসন্ধান করছে চীনের পরিবেশ অধিদপ্তর।