সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > নদীভাঙনে ঝুঁকিতে সীমান্তরক্ষী বাঁধ

নদীভাঙনে ঝুঁকিতে সীমান্তরক্ষী বাঁধ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
খাগড়াছড়িতে ফেনী নদীর ভাঙনের ফলে ঝুঁকির মধ্যে পড়েছে বাংলাদেশ,ভারত সীমান্ত রক্ষা বাঁধ। এরই মধ্যে বাংলাদেশের অনেক জায়গা নদীর ওপারে চলে গেছে। হারিয়ে গেছে অনেক ফসলি জমি।

জেলার মাটিরাঙা উপজেলার ৪০ বর্ডারগার্ড বাংলাদেশের পলাশপুর ব্যাটলিয়ানের অধীনে রয়েছে ৪০ কিলোমিটার সীমন্ত। এরমধ্যে আমতলি, দেওয়ানবাজার, এলাকার চারটি পয়েন্টে আনুমানিক এ কিলোমিটার দৈর্ঘ্যরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন, ভাঙনে তাদের বহু ফসলি জমি নদীতে মিশে গেছে। তারা অভিযোগ করছেন, অন্যান্য এলাকায় সীমান্তে ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও মাটিরাঙা অংশে কোন কাজ করেনি। একজন কৃষক বলেন, নদী ভাঙতে ভাঙতে আমাদের ফসল নদীতে চলে গেছে।

বিজিবির সদস্যরা জানান, অনেক সীমান্ত পিলার ভেঙে নদীতে পড়ে গেছে।

একজন বিজিবি সদস্য বলেন, যদি পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নেয়। যথাযথ নদী শাসনের ব্যবস্থা করে ব্লক দিয়ে দেয় তবে ভাঙন রোধ করা যাবে।

এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান বলেন, আমরা এর একটা প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট পাঠিয়েছি, জেলা প্রসাশক পানি উন্নয়ন বোর্ড সহ আলোচনা হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বাংলাদেশ ভারতের আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণ হয়েছিল ফেনী নদীর মাধ্যমে। জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরো ভয়াবহ ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা।

সূত্র : একাত্তর টিভি