শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > নতুন করে চাঙ্গা হতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ছে জঙ্গিরা: আইজিপি

নতুন করে চাঙ্গা হতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ছে জঙ্গিরা: আইজিপি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বর্তমানে জঙ্গিরা নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে এবং এ কারণেই তারা পুলিশের কাছে ধরা পড়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার রাজধানীর শহিদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, একের পর এক পুলিশের সফল অভিযানে জঙ্গিদের শক্তি অনেক কমে গিয়েছিল। তারা বিদ্ধস্ত অব¯’ায় ছিল। তাদের কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে; যেখানে তা উল্লেখ রয়েছে।

তিনি বলেন, সীতাকুন্ডে পুলিশের চালানো অভিযান ‘অ্যাসল্ট সিক্সটিন’-এ এক মহিলাসহ চারজন জঙ্গি  নিহত হয়েছেন। এছাড়াও দুজন পুলিশ সদস্য আহত অব¯’ায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। অভিযানে জঙ্গি আস্তানা থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আস্তানায় এখনও বিপুল পরিমাণে বিস্ফোরক আছে। ঘটনাস্থলে বর্তমানে সোয়াত, বোমা ডিসপোজাল টিম, পিআইবিসহ আইনর্শঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য টিমও কাজ করছে।

তিনি বলেন, জঙ্গি তৎপরতা কমিয়ে আনার লক্ষে গত ৯ মার্চ থেকে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় তল্লাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত আছে।

পুলিশ প্রধান আরও বলেন, গ্রেফতারকৃত জঙ্গিদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার দুটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। প্রথম আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দ্বিতীয় আস্তানায় অভিযানের শুরুতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। এরপর তাদের আত্মসমর্পণের জন্য সময় দেয়া হয়েছিল। কিন্তু তারা পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে হামলা চালায়। পরে বৃহস্পতিবার ভোর থেকে পুনরায় অভিযান শুরু হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্ব করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।