সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘নতুন আইনে গ্রামীণ ব্যাংকের ধস অবধারিত’

‘নতুন আইনে গ্রামীণ ব্যাংকের ধস অবধারিত’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ সংসদে গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণে আইন পরিবর্তন করে নতুন আইন পাসের নিন্দা জানিয়েছেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সংবাদপত্রে পাঠানো এক বার্তায় ড. ইউনূস বলেন, সরকার কর্তৃক গ্রামীণ ব্যাংকের আইনে পরিবর্তন আনাকে আমি আমার তীব্রতম ভাষায় নিন্দা জানাচ্ছি। গ্রামীণ ব্যাংক সৃষ্টি করা হয়েছিল গরিব মহিলাদের মালিকানায় এবং তাদের ব্যবস্থাপনায় একটা স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে। এ আইনে গ্রামীণ ব্যাংকে সরকারের হস্তক্ষেপের কোন সুযোগ রাখা হয়নি। এ কারণেই গ্রামীণ ব্যাংক জাতিকে আন্তর্জাতিক সম্মানের সুউচ্চ শিখরে নিয়ে যেতে পেরেছিল। এখন সরকার এ আইন পরিবর্তন করে তাতে এমন সব সুযোগ সৃষ্টি করে দিয়েছে যাতে সরকার এ ব্যাংককে এক শ’ ভাগ নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। আইনের এ সংশোধনের ফলে গ্রামীণ ব্যাংকের চরিত্রে একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসা হলো। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ধস অবধারিত হলো। আমি অত্যন্ত দুঃখিত, কিছু অপরিণামদর্শী মানুষের বিবেচনাহীতার কারণে জাতির একটা পরম গৌরবের প্রতিষ্ঠানকে এ পরিণতির দিকে ঠেলে দেয়ার মর্মান্তিক ঘটনাটি জাতিকে প্রত্যক্ষ করতে হলো। জাতি হিসেবে এখন আমাদের দৃঢ় সংকল্প নিতে হবে, যাতে গ্রামীণ ব্যাংকের কোন অনিষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ে আমরা এ আইনের পরিবর্তনগুলো বর্জন করে ফেলতে পারি। দেশের সব মানুষ, গ্রামীণ ব্যাংকের সব ঋণগ্রহীতা-মালিক, তাদের পরিবারের সদস্য, ব্যাংকের সব কর্মচারী-কর্মকর্তা এ লক্ষ্যে একযোগে এগিয়ে আসবেন- এ কামনা করছি।