শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > নতুন অবরোধ দিলে পারমাণবিক চুক্তি বাতিল করবে ইরান

নতুন অবরোধ দিলে পারমাণবিক চুক্তি বাতিল করবে ইরান

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্র আর কোনো নতুন অবরোধ চাপিয়ে দিলে কয়েক ঘন্টার মধ্যে বিশ্বশক্তিগুলোর সঙ্গে করা পারমাণবিক চুক্তি বাতিল করে দেবে ইরান। মঙ্গলবার এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি দেশের পার্লামেন্টে বক্তব্য রাখছিলেন। সরাসরি টেলিভিশনে প্রচার করা হয় তা। এ সময় তিনি বলেন, নতুন করে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র যদি পশ্চাৎমুখী হয় তাহলে ইরান অবশ্যই অল্প সময়ের মধ্যে সমঝোতায় পৌঁছার আগের অবস্থা থেকে আরো সামনে অগ্রসর হবে। এতে সপ্তাহ বা মাস লাগবে না। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে (পারমাণবিক চুক্তি) থেকে বেরিয়ে আসবে ইরান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউরোপের তিনটি দেশের সঙ্গে পারমাণবিক কর্মসূচি সীমিত পরিসরে রাখার বিষয়ে চুক্তি করে ইরান। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর আরোপ করা বেশির ভাগ অবরোধ তুলে নেন। কিন্তু এখন নতুন করে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে সেই পারমাণবিক চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ ইরানের। তবে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নতুন অবরোধ দিচ্ছে তার সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির কোনো সম্পর্ক নেই। ইরানকে অবশ্যই ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সন্ত্রাসে সমর্থন দেয়া, মানবাধিকারকে অবহেলা করা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনের প্রতি অবশ্যই দায়িত্বশীল হতে হবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্যের জবাবে নিকি হ্যালি মঙ্গলবার বলেন, বিশ্বকে জিম্মি রাখার জন্য ইরানকে পারমাণবিক চুক্তি ব্যবহার করতে দেয়া হবে না। আগামী সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মকা- নিয়ে জাতিসংঘ আণবিক শক্তি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করতে নিকি হ্যালি ভিয়েনা যাচ্ছেন।