শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নতুনের কেতন উড়বে আজ খুলনায়

নতুনের কেতন উড়বে আজ খুলনায়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: আজ জিতলেই সিরিজ বাংলাদেশের। কিন্তু খুলনায় যে কারও মুখে সিরিজ জয় নিয়ে কোনো কথা নেই। কম্বিনেশন ঠিক করা নিয়ে এত বেশি কথা হয়েছে যে, সিরিজ জয়ের ভাবনা আড়ালে চলে গেছে। সংবাদ সম্মেলনে সৌম্য সরকারকে কেউ সিরিজ জয় নিয়ে প্রশ্নই করলেন না। কে যেন পাশ থেকে মনে করিয়ে দিলেন, পরীক্ষা-নিরীক্ষার মধ্যে সিরিজ জয়ের কথা মনে আছে কি? সৌম্য বলেন, ‘সব সময় যেমন জয়ের জন্য মাঠে নামি কালও (আজ) তাই করব।’ তবে আজ নতুনের কেতন উড়বে শেখ আবু নাসের স্টেডিয়ামে। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি ২০ আজ। দুটি টি ২০’র পরও খুলনার দর্শকদের ম্যাচ দেখার আগ্রহ একটুও কমেনি। এদিকে জাতীয় দল রয়েছে প্রস্তুতি ম্যাচের আমেজে। আগের ম্যাচে দুটি অঘটন নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। ব্যাটিংয়ের সময় মুশফিকুর রহিমের হ্যামস্ট্রিং ইনজুরি এবং শেষ ওভারে বোলিংয়ের সময় মুস্তাফিজুর রহমানের চোট। শেষ দুই ম্যাচের জন্য মুস্তাফিজুরকে আগে থেকেই বিশ্রাম দেয়ার পরিকল্পনা ছিল নির্বাচকদের। তবে চোটের কারণে ছিটকে যেতে হয়েছে মুশফিককে। তৃতীয় টি ২০তে অভিষেক হতে পারে তিন ক্রিকেটারের। আগের দুই ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া ইমরুল কায়েস আজ ব্যাট করতে পারেন মুশফিকের জায়গায়। মাশরাফির সঙ্গে বোলিং আক্রমণে দেখা যেতে পারে আবু হায়দার ও মোহাম্মদ শহীদকে। অলরাউন্ডার হিসেবে মোসাদ্দেকও বিবেচনায় রয়েছেন। এ সিরিজে একটা মধুর সমস্যায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। আগের দুই ম্যাচে নুরুল হাসান ও শুভাগত হোমকে একাদশে রাখা হয়েছিল। তারা নিজেদের মেলে ধরার আগে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচের ফল যাই হোক, বাংলাদেশ দলের নজর থাকবে নতুনদের পারফরম্যান্সের ওপর। সম্ভাব্য বাংলাদেশ একাদশ : মাশরাফি মুর্তজা, আবু হায়দার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ শহীদ, নুরুল হাসান, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল ও মোসাদ্দেক হোসেন।