বিশেষ প্রতিনিধি ॥ সম্প্রতি কতক ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের এ ক্যাটাগরির ষ্টেশনে বদলী আর কাউকে বঞ্চিত করার মধ্য দিয়ে গাজীপুর জেলা প্রশাসন একধরণের নজির স্থাপন করে যাচ্ছেন। আর অনিয়মের ভিতর দিয়ে সুপারস্টার ষ্টেশনে পোষ্টিং পাচ্ছে যাদের দুর্নাম পর্বতসম। প্রশাসনের এই তেলেসমাতি দেখে নীরবে চোখের জল ফেলেন দীর্ঘদিন ধরে সুবিধা বঞ্চিতরা। তাঁদের অভিযোগ, ‘আমরা অর্থ দিতে পারি না, তাই ভাল ষ্টেশনে বদলী হতে পরি না’।
পত্রিকায় অভিযোগ উঠা দূর্নীতিবাজ ভূমি উপ-সহকারী কর্মকর্তা শেফালী আক্তারকে বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে জেলা প্রশাসন গত ৩১ আগস্ট কাপাসিয়া ইউনিয়ন (সদর) ভূমি অফিসে পোস্টিংয়ের আদেশ দেন এবং একই আদেশে প্রাইজ প্রেষণে বদলীকৃত কর্মস্থল সুপার স্টেশন গাজীপুর মহানগরের গাছা ভূমি অফিস। জেলা প্রশাসন এক্ষেত্রে দূর্নীবাজ শেফালী আক্তারকে তিরস্কৃত না করে বরং দূর্নীতিতে আরো উৎসাহিত করে প্রেষণে আরো ভালো স্টেশনে বদলী করে পুরস্কৃত করেছেন। বিষয়টি সারা জেলার ভূমি কর্মকর্তাদের মধ্যে আলোড়নের সৃষ্টি করেছে।
গাছা ভূমি অফিসে একজনের স্থলে দু’জন উপ-সহকারী কর্মরত রয়েছেন। আরো অতিরিক্ত হিসেবে ওই স্টেশনে শেফালী আক্তারকে দেয়া হয়েছে।
অপরদিকে কাপাসিয়া ইউনিয়ন ভূমি অফিসে ২জন উপ-সহকারীর পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। জনগুরুত্বপূর্ণ এ অফিসটি একজন ভূমি সহকারী কর্মকর্তা দিয়ে চলাচ্ছেন। এতে করে এ অফিসে জনসাধারণের সেবার মান দিনদিন নিম্নমূখী।
গত মাসে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমি সহকারী কর্মকর্তা জাবেদ সারওয়ারকে কাপাসিয়ার তরগাঁও ভূমি অফিসে বদলী করেন জেলা প্রশাসন। জাবেদ সারওয়ার সেখানে যোগদান করার ২/১ দিনের মধ্যে কালিয়াকৈরের শফিপুর ইউনিয়ন ভূমি অফিসে তাঁকে বদলী করা হয়। এটি একটি অস্বাভাবিক বদলী। এনিয়েও কানাঘুষা হচ্ছে ভূমি কর্মকর্তাদের মাঝে।
এছাড়াও টংঙ্গী পৌর ভূমি অফিস এবং গাজীপুর পৌর ভূমি অফিসে এওয়াজ বদল পোস্টিং দিয়ে দু’ভূমি সহকারী কর্মকর্তাকে নন্দিত করা হয়েছে। এখানে গাজীপুর পৌরভূমি অফিস থেকে মাহ আলমকে টঙ্গী পৌর ভূমি অফিসে এবং মোঃ লুৎফর রহমানকে টঙ্গী পৌর ভূমি অফিস থেকে গাজীপুর পৌরভূমি অফিসে বদলী করা হয়েছে।
কিছু ভূমি কর্মকর্তা বছরের পর বছর ঘুরে ফিরে তাদের পছন্দনীয় স্টেশন গুলোতে চাকরি করে যাচ্ছেন।
অপরদিকে বছরের পর বছর অনেক ভূমি কর্মকর্তাকে জেলার প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং দিয়ে রেখেছেন। তাঁদের প্রতি প্রশাসনের নজর নেই। যারা বদলীর জন্য প্রশাসনকে মোটা অংকের নজরানা দিতে পারে কেবল তাদেরই সুপার স্টেশন ‘এ’ ক্যাটাগরিতে পোস্টিং দেয়া হয় এমনটিই অভিযোগ তুলছেন সুবিধা বঞ্চিতরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভূমি কর্মকর্তা বলছেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অফিসের অফিস সহকারী আক্রাম হোসেন বদলীজনিত ফাইল ডিলিংস করে থাকেন। তাঁকে চাহিদা মাফিক মোটা অংকের নজরানা দিলেই পছন্দনীয় স্থানে পোস্টিং হয়। অফিস সহকারী আক্রাম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমাকে ম্যানেজ করেই এসব বদলী বাণিজ্য দেদারছে করে যাচ্ছেন’।
‘প্রজাতন্ত্রের কর্মচারীরা সবাই সমান’ এমন দৃষ্টিভঙ্গি রেখে সুবিধা বঞ্চিতদের মূল্যায়ন করবেন বলে জেলা প্রশাসনের কাছে সাধারণ ভূমি কর্মকর্তাদের দাবী।